স্পোর্টস ডেস্ক:
বিপিএলের ঢাকা পর্বের দশম আসর শুরু হচ্ছে দুরন্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ দিয়ে। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ দিয়ে শুরু হওয়া আসরে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন।
ঢাকা তাদের দলে চার বিদেশি নিয়েছে। এর মধ্যে তিনজন শ্রীলঙ্কার। অন্য জন পাকিস্তানের লেগ স্পিনার উসমান কাদির। শুরুতে ব্যাট করার বিষয়ে কুমিল্লার অধিনায়ক লিটন জানিয়েছেন, উইকেট দেখে বেশ ভালো মনে হয়েছে তার। তিনজন পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছে তারা।
কুমিল্লার দলে বিদেশি তারকা ক্রিকেটারে ভরা। কিন্তু তারা এখনও কুমিল্লার ক্যাম্পে যোগ দেননি। কুমিল্লা তিন বিদেশি নিয়ে একাদশ সাজিয়েছে। তারা হলেন- পাকিস্তানের খুশদীল শাহ এবং ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ ও ম্যাথু ফোর্ড।
কুমিল্লার একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, খুলদীল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফোর্ড ও মুশফিক হাসান।
ঢাকার একাদশ: মোহাম্মদ নাঈম, দাশুন গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রুসপুলে, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসাইন (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, উসমান কাদীর।