Thursday , January 16 2025

৩ লাখ টাকার জাটকা ইলিশ এতিমখানায় দিলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে চার মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ টাকার ২ হাজার ৭৭৯ কেজি জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় দান করে।

সোমবার (১৫ জানুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

জরিমানা করা ৪ মাছ বিক্রেতারা হলেন- আসাদ বেপারী (২০), নান্নু চৌকিদার (২২), সাগর হোসেন (২০) ও আলী হোসেন (২৪)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) র‌্যাব-১০ এর উপ-পরিচালক (অপস অফিসার) আমিনুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রি করছেন। এ তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১০।

এ সময় জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৪ মাছ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

About somoyer kagoj

Check Also

দুঃসময়ের নেতা-কর্মীদের পাশে থাকতে চান কামরুজ্জামান নাহিন

তাবারক হোসেন :মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেব রামপুর ইউনিয়নের কৃতি সন্তান বারবার কারা নির্যাতিত, রাজপথ থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *