Saturday , June 14 2025

ভেড়ামারায় শীতার্তাদের মধ্যে কম্বল বিতরণ

ভেড়ামারা প্রতিনিধি



কুষ্টিয়ার ভেড়ামারা রেলষ্টেশনে সোমবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু শীতার্তাদের মধ্যে কম্বল বিতরণ করেন। কনকনে শীতের প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা ফুটপাতের দোকান গুলোতে ভীড় করছে।
প্রচন্ড শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের। গবাদি পশুরাও অতিরিক্ত শীতে আক্রান্ত। শিশু ও বয়স্ক মানুষ বেশী বিড়ম্বনা পড়েছে। বাড়তে পারে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। নিম্ন আয়ের মানুষ ও সহায় সম্বলহীন ছিন্নমুল মানুষ তাদের মাথা গোঁজার ঠাঁয় নেই । তারা ভয়াবহ কষ্টে দিন যাপন করছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বারান্দা অথবা রেলষ্টেশনের খোলা জায়গায় সামান্য শীতবস্ত্র বা শীতবস্ত্র বিহীন তাদের কষ্টের বর্ণনা দেয়া দুস্কর। ভেড়ামারার সকল বিত্তবান, সামর্থ্যবান মানুষের মানুষকে শীতে জ্বরাজীর্ণ, ভেড়ামারার দরিদ্র, সহায় সম্বলহীন মানুষের শীত কষ্ট নিবারণে তাদের পাশে দাঁড়ানো ও তাদের জন্য একটু সহায়তার হাত বাড়ানোর আবেদন এই সকল কষ্টে থাকা মানুষগুলোর। নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা ফুটপাতের দোকান গুলোতে ভীড় করছে। রেলষ্টেশনের মানুষেরা শীতের মধ্যে তাদের কে আগুন পোহাতে দেখা যাচ্ছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, ইতিমধ্যে দরিদ্র, সহায় সম্বলহীন মানুষের মধ্যে কম্বল দেওয়া হয়েছে। সরকারি ভাবে বরাদ্দ পেলে আবারও দরিদ্র ও সহায় সম্বলহীন মানুষের মধ্যে শীতের সামগ্রী দেওয়া হবে।

About somoyer kagoj

Check Also

বিশ্বকবির ১৬৪তম জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠান শিলাইদহের কুঠিবাড়িতে

কুষ্টিয়া প্রতিনিধি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার (৮ মে)। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *