Wednesday , November 13 2024

ঝিনাইদহে ট্রাক চাপায় এসএসসিপরীক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ


ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাক চাপায় ইব্রাহীম হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সে কুষ্টিয়ার চারমিলপাড়া গ্রামের হারুণ শেখের ছেলে। নিহত’র ভাই ইদ্রিস আলী জানান, তারা দুই ভাই নিজেদের নছিমন যোগে কুষ্টিয়া থেকে হাটগোপালপুর বাজারে জনৈক জাহাঙ্গীরের রাইচ যাচ্ছিল। তারা হাটগোপালপুর বাজারের রাইচারণী কলেজের কাছে পৌছালে একটি ট্রাক তাদের আলমসাধু পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনে বসে থাকা ছোট ভাই ইব্রাহীম পড়ে গুরুতর আহত হয়। তার কান ও নাক দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। ইব্রাহীমকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশরাফী আইভি তাকে মৃত ঘোষনা করেন। খবর নিশ্চিত করে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফয়সাল আহম্মেদ জানান, ঘাতক ট্রাকটি আমরা আটক করতে পারিনি। তবে আটকের চেষ্টা চলছে।

About somoyer kagoj

Check Also

শৈলকুপায় জেলা কৃষক দলের নবর্নিবাচিত আহ্বায়ক মো. ওসমান আলী বিশ্বাসকে সংবর্ধনা

শৈলকুপা, প্রতিনিধি: কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো. ওসমান আলী বিশ্বাসকে ঝিনাইদহ কৃষকদলের নবগঠিত কমিটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *