Saturday , June 14 2025

স্ত্রীর জন্য জাতীয় পার্টিকে বিক্রি করেছেন জিএম কাদের : রিজভী

নিজস্ব প্রতিবেদক:

স্ত্রীর জন্য জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের দলটি বিক্রি করে দিয়েছেন বলে মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর।

তিনি বলেছেন, ‘স্ত্রীর জন্য জিএম কাদের গোটা দলকে (জাতীয় পার্টি) বিক্রি করে দিয়েছেন।’
আজ সোমবার দুপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
রিজভী বলেন, ‘ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া গৃহবন্দী। সরকারের পথের কাঁটা বলেই গত ছয় বছর ধরে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে বিরোধীদলগুলোর ওপর নিপীড়ন চালাচ্ছে সরকার। এর মধ্যেও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।’

About somoyer kagoj

Check Also

আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *