Thursday , November 7 2024

নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে : জাতীয় শিক্ষক ফোরাম

নিজস্ব প্রতিবেদক:

নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করে দেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনা অনুযায়ী প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান। তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলাম শিক্ষার্থীদের ভিন্ন সংস্কৃতিতে ধাবিত করছে এতে কোনো সন্দেহ নেই। এ জন্য দেশের অধিকাংশ অভিভাবক তাদের আদরের সন্তানদের নিয়ে খুবই চিন্তিত।

শনিবার (১৩ জানুয়ারি) জাতীয় শিক্ষক ফোরামের জাতীয় শিক্ষক ফোরামের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলাম নাস্তিক্যতাবাদের দিকে ধাবিত হওয়া নিয়েও আতঙ্কিত। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নতুন শিক্ষা কারিকুলাম সম্পূর্ণ অনুপযুক্ত। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এটি বাতিলের কোনো বিকল্প নেই। কারণ উন্মুক্ত মতামত গ্রহণ করলে দেশের অধিকাংশ জনগোষ্ঠী এই শিক্ষানীতি ও সিলেবাস প্রত্যাখ্যান করবে।

সভায় নেতারা আগামী ১৯ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় জাতীয় শিক্ষক ফোরামের আয়োজনে ‘নতুন শিক্ষা কারিকুলাম : বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় সেমিনার সফলে আহ্বান জানান। এ সেমিনার অনুষ্ঠিত হবে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।

সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়ল সহসভাপতি মাওলানা এ বি এম জাকারিয়া, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক ইশতিয়াক আল আমিন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ কে এম জাহিদ তিতুমীর।

About somoyer kagoj

Check Also

৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

নিজস্ব প্রতিনিধি: এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। নয়টি সাধারণ, মাদ্রাসা এবং কারিগরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *