Friday , October 11 2024

নেইমারের কারণে চাকরি হারিয়েছিলেন ব্রাজিলের নতুন কোচ

স্পোর্টস ডেস্ক:

এক বছরেরও বেশি সময় পর পূর্ণ মেয়াদে কোচ নিয়োগ দিলো ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেলেসাওদের নতুন ম্যানেজার দরিভাল জুনিয়র ২০১০ সালে সান্তোস এফসির চাকরি হারিয়েছিলেন নেইমারের কারণে। যদিও ব্রাজিলিয়ান কোচের দাবি, নেইমারের সঙ্গে সম্পর্ক খারাপ নয় তার।

দরিভাল তখন সান্তোসের প্রধান কোচ। আর নেইমার ক্লাবটির উঠতি তারকা। এক ম্যাচে তাকে পেনাল্টি নিতে না দিয়ে অন্য একজনকে দিয়ে পেনাল্টি নেয়ান দরিভাল। তাতে কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন নেইমার। পরিণামে চাকরি হারান দরিভাল। ব্রাজিলের ঘরোয়া লীগের ম্যাচটিতে অ্যাটলেটিকো গুইয়ানিয়েন্সের মুখোমুখি হয়েছিল সান্তোস। পেনাল্টি না পেয়ে মাঠেই কোচ দরিভালের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন নেইমার। ড্রেসিংরুমে গিয়েও গালমন্দ করেন।

এরপর নেইমারকে পরের ম্যাচে বাদ দেন দরিভাল। মাসিক বেতনের এক-তৃতীয়াংশ জরিমানাও করেন। কিন্তু সান্তোসের বোর্ড সভায় সবাই পক্ষ নেন ১৮ বছর বয়সী নেইমারের। তাতে চাকরি হারান ক্লাবকে ৯ মাসের মধ্যে ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের অন্যতম বড় দুটি ট্রফি এবং শতকরা প্রায় ৬৫ শতাংশ ম্যাচ জেতানো কোচ দরিভাল।

১৪ বছর পর গুরু-শিষ্যের সম্পর্কে ফিরেছেন দরিভাল এবং নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দরিভালের সঙ্গে চুক্তি করেছে সিবিএফ। ব্রাজিল কোচ হিসেবে গণমাধ্যমের সঙ্গে প্রথম আলাপচারিতায় নেইমার প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হন দরিভাল। জবাবে ৬১ বছর বয়সী কোচ বলেন, ‘তার সঙ্গে আমার কখনো কোনো সমস্যা ছিল না; বরং এর উল্টোটাই বলতে হবে। যখনই দেখা হয়, তখনই খুব ইতিবাচক কথা হয় দুজনের।’

চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন নেইমার। ব্রাজিলের হয়ে আসন্ন কোপা আমেরিকাও খেলতে পারবেন না ৩১ বছর বয়সী এই তারকা। দরিভাল বলেন, ‘নেইমারকে ছাড়াই খেলার অভ্যাস করতে হবে ব্রাজিলকে। যেহেতু সে এখন চোটে আছে।’
নেইমারের প্রশংসা করে দরিভাল বলেন, ‘তবে এটা ঠিক, বিশ্বের অন্যতম সেরা তিন (মেসি, রোনালদো ও নেইমারকে ইঙ্গিত করে) খেলোয়াড়ের একজন আমাদের। তার কাছ থেকে সেরাটাও নিতে হবে। যতদিন সে সুস্থ আছে এবং মনোযোগী থাকবে, ততদিন নেইমারকে নিয়ে আমার কোনো সমস্যা নেই।’

ব্রাজিল দলের দায়িত্ব প্রাপ্তি নিয়ে দরিভাল বলেন, ‘আমি এই গ্রহের সবচেয়ে সফল দলের প্রতিনিধিত্ব করছি। ব্রাজিলিয়ান ফুটবল খুবই শক্তিশালী, আমরা জয়ের পথ দেখা শিখেছি ব্রাজিলিয়ান ফুটবল থেকেই। (ব্যর্থতা ভুলে) আমাদের কক্ষপথে ফিরতে হবে।’ লাতিন আমেরিকার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ধুঁকছে ব্রাজিল। ৬ ম্যাচে মাত্র ২ জয় এবং ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে সেলেসাওরা। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

About somoyer kagoj

Check Also

বাফুফের সভাপতি পদে অচেনা মিজানুর রহমান

স্পোর্টস ডেস্ক: বাফুফে সভাপতি পদে গতকাল কোনো ফরম বিক্রি হয়নি। আজ দুপুরের মধ্যে দুটি ফরম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *