Friday , October 11 2024

টাঙ্গাইলের বাসাইলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের বাসাইলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় বাসাইল উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউসের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহেল এর সঞ্চনালয় এতে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, বাসাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জহির আহমেদ পিন্টু, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম তালহা, নূরে আলাম নিরান, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর প্রিন্স মাহমুদ, জেলা তাতীলীগের সভাপতি বদিউজ্জামান বিদ্যুৎ, উপজেলা যুবলীগ নেতা শিবলুসহ স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বক্তব্যের মধ্যে বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও মূলত ১৯৭২ সালে বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মধ্য দিয়ে এ বিজয় পূর্ণতা লাভ করে।

About somoyer kagoj

Check Also

সাবেক ডিআইজি বাতেনসহ ১৪ আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের রংপুর রেঞ্জের সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *