Friday , October 11 2024

আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নেই কোহলি

স্পোর্টস ডেস্ক:

এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেও মাঠে নামার অপেক্ষা বাড়ল ভিরাট কোহলির। আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে তাকে পাবে না ভারত।

মোহালিতে দুই দলের সিরিজটি শুরু হবে বৃহস্পতিবার। আগের দিন সংবাদ সম্মেলনে ভারত দলের কোচ রাহুল দ্রাবিড় জানান, ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে খেলবেন না কোহলি।

তিন ম্যাচ সিরিজের শেষ দুটিতে পাওয়া যাবে ভারতের এই তারকা ব্যাটসম্যানকে। আগামী ১৪ ও ১৭ জানুয়ারি ইন্দোর ও বেঙ্গালুরুতে হবে ম্যাচ দুটি।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হারার পর আর এই সংস্করণে দেশের হয়ে খেলেননি কোহলি। আরেকটি বিশ্বকাপ যখন ঘনিয়ে আসছে, তখন তাকে দলে ফিরিয়েছে ভারত।

কোহলির মতো আফগানিস্তান সিরিজ দিয়ে এক বছর পর ফিরেছেন রোহিত শার্মা। এই সিরিজে তাই নিয়মিত অধিনায়ককে পাচ্ছে ভারত। আর পিঠের অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সেরে না ওঠা রাশিদ খানের বদলে আফগানদের নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান।

প্রথম টি-টোয়েন্টিতে রোহিতের সঙ্গে ওপেন করবেন ইয়াশাসবি জয়সওয়াল, নিশ্চিত করেছেন ভারত কোচ দ্রাবিড়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত ও আফগানিস্তানের এটাই শেষ দ্বিপাক্ষিক সিরিজ।

About somoyer kagoj

Check Also

বাফুফের সভাপতি পদে অচেনা মিজানুর রহমান

স্পোর্টস ডেস্ক: বাফুফে সভাপতি পদে গতকাল কোনো ফরম বিক্রি হয়নি। আজ দুপুরের মধ্যে দুটি ফরম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *