Tuesday , March 18 2025

ভোট প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে : সিইসি

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ভোট প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। এটা আমরা আশা করিনি।’
আজ রবিবার মিডিয়া সেন্টারে পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এর আগে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।’
একই সঙ্গে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‌‘নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’

এর আগে, আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।

About somoyer kagoj

Check Also

এই বছর এসএসসি পরীক্ষা দিবে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি:আগামী ১০ এপ্রিল থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *