Wednesday , July 9 2025

ঢাকা কলেজ ছাত্রদলের ৪ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ চারজনকে তুলে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় তাদের তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদ মাদবর। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ে যায় বলে জানান তিনি।

অন্যরা হলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি রিপন মোল্লা ও রাশেদুল আমীন।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমদ মাদবর বলেন, হরতালের সমর্থনে ঢাকা কলেজ ছাত্রদলের মিছিলের প্রস্তুতিকালে ধানমন্ডি থেকে ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ ৪ জনকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোথায় নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত কোনো সন্ধান পাচ্ছি না।

About somoyer kagoj

Check Also

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ১ জুলাই থেকে ৫ আগস্ট অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *