চট্রগ্রমে প্রতিনিধি:
চট্টগ্রাম নগরে কাছাকাছি সময়ে ৩টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগ ঘটানো ভোটকেন্দ্রগুলোর মধ্যে দুইটি স্কুল ও একটি মাদ্রাসা।
শনিবার নগরের বন্দর থানাধীন দুইটি ও খুলশী থানাধীন একটা কেন্দ্রে আগুন দেয়া হয়।
দুর্বৃত্তরা ভোরে বন্দর থানার ৩৮ নং ওয়ার্ডের নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিউস সুন্নাহ মাদ্রাসায় আগুন দেয়। এতে কোন প্রাণহানি না ঘটলেও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে প্রায় একই সময়ে খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালের পাশে ডিজেল কলোনী ইউসেপ স্কুলে (ডাব্বা স্কুল) আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
এই প্রসঙ্গে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নেয়ামত উল্লাহ মুঠোফোনে বলেন, এই বিষয়ে আমি স্পষ্ট জানিনা। আপনি কোন ফুটেজ থাকলে আমাকে দেন। আমি খোঁজ নিচ্ছি। পরে মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (বন্দর-পশ্চিম) মোহাম্মদ আলী হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভোটকেন্দ্রে আগুনের পর আমরা কেন্দ্রগুলোতে গিয়েছি। এই বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। থানা পুলিশও ব্যবস্থা নিচ্ছে।