নিজস্ব প্রতিবেদক:
৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভূমি সংস্কার বোর্ডের হিসাব রক্ষক (সাময়িক বরখাস্ত) ইমামুল বাসারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক সুভাষ চন্দ্র মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে আসামির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯৫ লাখ ৭০ হাজার ৪৪৭ টাকার অবৈধ মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।