স্পোর্টস ডেস্ক:
ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেটের হটকেক কিলিয়ান এমবাপ্পে। গুঞ্জন অনুযায়ী, চলতি শীতকালীন ট্রান্সফারে পিএসজি ছাড়ছেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। তাছাড়া লা প্যারিসিয়ানদের হয়ে উদ্যম হারিয়েছেন ২৩ বছর বয়সী ফুটবলার -এমন খবরে গত কয়েকদিন ধরে সরগরম ইউরোপিয়ান সংবাদমাধ্যম। তবে এমন ধোঁয়াশার মধ্যে অনুষ্ঠিত ফেঞ্চ সুপার কাপে দুর্দান্ত গোল করে পিএসজিকে শিরোপা উপহার দিয়েছেন এমবাপ্পে।
গতকাল বুধবার (৩ জানুয়ারি) রাতে ফেঞ্চ সুপার কাপের ফাইনালে তুলুজকে ২-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে পিএসজি। ফরাসি জায়ান্টদের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার লি ক্যং ইন।
ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সিসে ফাইনালের শুরুতেই লিড নেয় পিএসজি। ম্যাচের ৩ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে দেন কোরিয়ান মিডফিল্ডার লি ক্যাং। গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এমবাপ্পে-দেম্বেলেরা। তুলুজকে একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে লা প্যারিসিয়ানরা। আক্রমণের ধারাবাহিকতায় বিরতির ঠিক আগ মুহূর্তে ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি।
ডি-বক্সের বাইরে প্রায় ২৫ গজ দূর থেকে দূরপাল্লার শটে ম্যাচের ফলাফল লিখে ফেলেন এমবাপ্পে। বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও স্কোরশিটে নাম লেখাতে পারেনি কোনো দল। আর তাতে শিরোপা জয় নিশ্চিত হয় পিএসজির।
এবারের শিরোপাসহ ফেঞ্চ সুপার কাপের ইতিহাসের রেকর্ড ১২ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ল পিএসজি। তাছাড়া সুপার কাপ জয়ে চলতি মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলল লিগ ওয়ানের ক্লাবটি।