স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়েছেন ইয়োহান ক্রুইফ, রোনালদিনহো, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার জুনিয়র, লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির মতো ফুটবলাররা। তাদের অনুসরণ করে স্বপ্নের ক্লাবে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ ভিটর রকি ফেরেইরা। আর ক্যাম্প ন্যুতে যোগ দিয়েই পেয়েছেন ক্লাবটির সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির ১৯ নম্বর জার্সি। ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো পারানায়েনস থেকে ৩৫ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়েছেন ভিটর রকি। জাভির শিবিরে যোগ দিয়েই চেয়ে নিয়েছেন নিজের আইডল মেসির ১৯ নম্বর জার্সি। ক্লাবের ইচ্ছায় নয় বরং কর্তৃপক্ষকে অনুরোধ করেই জার্সিটি নিয়েছেন ১৮ বছর বয়সী সেলেসাও বিস্ময়বালক।
কাতালান ক্লাবের হয়ে শুরুর দিকে দুই মৌসুমে ১৯ নম্বর জার্সি পরে খেলেছেন মেসি। এমনকি আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও শুরুর দিকে ১৯ নম্বর জার্সি পরেছিলেন এই ফুটবল মহাতারকা। আর এই কারণে চলমান মৌসুমের বাকি ম্যাচগুলো ১৯ নম্বর জার্সি পরে মাঠ মাতাবেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপজয়ী ব্রজিলিয়ান তারকা।
বার্সেলোনার হয়ে সবশেষ ১৯ নম্বর জার্সি পরেছিলেন আইভোরি কোস্টে মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি। এছাড়া সম্প্রতি সময়ে স্প্যানিশ জায়ান্টের হয়ে জার্সিটি গাঁয়ে জড়ান ফেরান টরেস, সার্জিও অ্যাগুয়েরো এবং মার্টিন ব্রেইথওয়েট।