বিনোদন প্রতিবেদক:
বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। এই অভিনেত্রী বড় পর্দায় খুব একটা নিয়মিত নন। ব্যক্তিগত জীবনে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে বেশ কবছর সম্পর্কে ছিলেন নার্গিস ফাখরি। দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল, তা এখনো জানা যায়নি।
এই অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চর্চায় থেকেছেন। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কথা বলুক এমনটা তিনি অপছন্দ করেন। কিছুদিন আগে এই নিয়ম ভেঙে নার্গিস ফাখরি নিজেই জানান, তিনি প্রেম করছেন। এবার প্রাক্তন প্রেমিক উদয় চোপড়া এবং বর্তমান প্রেমিক টনি বেগকে নিয়ে পার্টি করলেন নার্গিস।
নতুন বছর উদযাপন উপলক্ষে দুবাইয়ে পার্টি করেন নার্গিস ফাখরি। তাতে যোগ দেন, উদয় চোপড়া, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান ও তার প্রেমিক আর্সলান গনি। সোশ্যাল মিডিয়ায় সেই পার্টির বেশ কিছু ছবি পোস্ট করেছেন আর্সলান গনি। একটি ছবিতে দেখা যায়, নার্গিস ফাখরিকে জড়িয়ে ধরে আছেন তার প্রেমিক টনি। তার পেছনে উদয় চোপড়া শ্যাম্পেইনের গ্লাস হাতে দাঁড়িয়ে। এ ছাড়াও আরও বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে।
এর আগেও নার্গিস ফাখরিকে দেখা গেছে টনি বেগের সঙ্গে। টনি ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে; তিনি পেশায় একজন ব্যবসায়ী। কিন্তু তার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে কখনো মুখ খুলেননি নার্গিস। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত জানাতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে কেউ একজন আছে। তাকে নিয়ে আমি খুবই সুখী।’