Saturday , April 13 2024

শাহরুখকে টপকে রণবীরের রেকর্ড

বিনোদন প্রতিনিদি:

অন্যতম সফল একটি বছর পার করেছে বলিউড। শাহরুখ খানের তিনটি নতুন সিনেমার বদলোতে দক্ষিণ ভারতের সুপার হিট সিনেমার চাপ সামলে উঠেছে এই ইন্ডাস্ট্রিটি।

২০২৩ সালে বলিউডে শাহরুখের সিনেমা ছাড়াও আরও বেশ কিছু সিনেমা ছিল আলোচনায়।
এরমধ্যে রণবীর কাপুরের সিনেমা অ্যানিমেল অন্যতম। শত বিতর্কের পরও বক্স অফিস কাঁপিয়ে ব্যবসা করেছে সিনেমাটি। এমনকি শাহরুখ খানের ডানকি বা প্রভাসের সালার আসার পরেও কমেনি এর ব্যবসা।

অ্যাটলি পরিচালিত শাহরুখের জওয়ান ছবিটি ২০২৩ সালের সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি, যা বক্স অফিসে ৬৪০ কোটি আয় করেছিল। এরপরই ছিল পাঠান, যা ৫৪৩ দশমিক ০৯ কোটি আয় করেছিল। এবার সেটিকে ছাপিয়ে ৩০তম দিনে এক দশমিক ৩৫ কোটি আয় করে রণবীর কাপুরের অ্যানিমেল ৫৪৩ দশমিক ২২ কোটি আয় করে ফেলে।

অ্যানিম্যাল ছবিটি ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন রণবীর কাপুর, রাশমিকা মান্দানা, ববি দেওল, অনিল কাপুর, তৃপ্তি দিমরিসহ অনেকেই।

About somoyer kagoj

Check Also

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনেই তার চেয়ারে ইউটিউবার!

বিনোদন ডেস্ক: পাকিস্তানের সব থেকে ছোট ইউটিউবার হলেন সিরাজ। সে সম্প্রতি সিলভার প্লে বাটন পেয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *