Thursday , January 16 2025

মাগুরায় সাকিবের নির্বাচনী প্রচারণায় নাজমূল–সালাউদ্দিন, ক্রিকেটও খেললেন

মাগুরা প্রতিনিধি

মাগুরায় সাকিবের নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন জাতীয় দলে খেলা ক্রিকেটাররা এবং তাঁর দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন
মাগুরায় সাকিবের নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন জাতীয় দলে খেলা ক্রিকেটাররা এবং তাঁর দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ
মাগুরার নোমানী ময়দানে টেপ টেনিসে বল করছেন ক্রিকেটার রুবেল হোসেন। উইকেটের পেছনে দাঁড়িয়ে নুরুল হাসান সোহান। ব্যাট করছেন একসময় মাগুরা জেলা ক্রিকেট দলের সদস্য শেখ মনসুর ইসলাম, আরিফ হাসান। সাকিব আল হাসানের আমন্ত্রণে আজ মাগুরায় গিয়ে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে সকালে এমন প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন জাতীয় দলে খেলা ক্রিকেটাররা।

এই নোমানী ময়দান থেকে সাকিবের আনুষ্ঠানিক ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়েছিল। সেই ময়দানেই আজ সাকিবের শৈশবের সতীর্থদের মুখোমুখি হন জাতীয় দলে তাঁর বর্তমান ও সাবেক সতীর্থরা। জাতীয় দলে খেলা ক্রিকেটাররাই জিতেছেন এই ম্যাচ। দর্শকসারিতে বসে খেলা উপভোগ করেছেন সাকিবের দুই গুরু কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। পাশে ছিলেন মাগুরা–১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানও।

জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন এই প্রীতি ম্যাচের আয়োজন করে। মাগুরা ডিস্ট্রিক্ট ক্রিকেটার্স ও ন্যাশনাল ক্রিকেটার্স টিম নামে দুই দলে ভাগ হয়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ক্রিকেটার্স টিমের হয়ে খেলেছেন রুবেল হোসেন, নাজমুল ইসলাম, নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন, সোহাগ গাজী, আবু হায়দার রনি প্রমুখ।

৮ ওভারের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে মাগুরা ডিস্ট্রিক্ট ক্রিকেটার্স। ৫ উইকেটে ১১০ রান তোলেন স্থানীয় ব্যাটসম্যানরা। তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩.৫ ওভারে জয় তুলে নেয় ন্যাশনাল ক্রিকেটার্স টিম। ১৫ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। ৮ বলে ৩৬ রান করেন মিজানুর। ম্যাচে স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাকিব।

আয়োজকদের একজন সাকিবের প্রথম কোচ সাদ্দাম হোসেন গোর্কী বলেন, ‘বিজয়ের এ মাসে সাকিবের নির্বাচনী প্রচারণায় মাগুরা এসেছেন জাতীয় দলের কিছু নন্দিত ক্রিকেটার। তাঁরা মাগুরায় আসাতে আমরা খুবই খুশি। তাঁরা শহরের নোমানী ময়দানে প্রীতি ক্রিকেটে আমাদের সঙ্গে অংশ নেন। মাগুরাবাসী আজ সাকিবের জন্য গর্বিত। কারণ, জাতীয় দলের অনেক তারকা খেলোয়াড়কে আজ মাগুরাবাসী দেখতে পেল।’

ক্রিকেটারদের সঙ্গে কোচ মোহাম্মদ সালাউদ্দিনপ্রথম আলো।কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, ‘সাকিব নতুন একটা কাজে নেমেছে। তাকে দোয়া করা আমার একটা নৈতিক দায়িত্ব। সে যেন ভালো কিছু করতে পারে। নতুন পথে যেন ভালোভাবে চলতে পারে, সে জন্য এসেছি।’

About somoyer kagoj

Check Also

বেক মন্ত্রী নারায়ন চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ, ফাঁসি দাবি

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় এক নারীকে অপহরণ ও ধর্ষণ মামলায় সহযোগিতা করার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *