Thursday , January 16 2025

সরকারি ঔষধ চুরির দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট সদর হাসপাতাল থেকে ঔষধ চুরির দায়ে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাখাওয়াত হোসেন লাবুকে (৩৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার(২০ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত লাবু লালমনিরহাট পৌরসভার সাপটানা এলাকার আফজাল হোসেনের ছেলে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে জেলার সদর হাসপাতালের মূল ফটকের সামনে থেকে ১৮ ব্যাগ স্যালাইনসহ স্বেচ্ছাসেবক দলের নেতা লাবুকে আটক করে। আটককৃত লাবুকে স্যালাইনসহ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে এলাকাবাসী। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আটককৃতকে পুলিশে সোপর্দ করে।

স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটকের বিষয়টি লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক নিশ্চিত করেছেন।

লাালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রমজান আলী বলেন, ১৮ ব্যাগ স্যালাইনসহ লাবু নামের একজনকে আটক করা হয়েছে। হাসপাতালের কেউ জড়িত থাকলে তদন্ত কমিটি গঠন করে তদন্ত এবং জড়িত থাকার প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

About somoyer kagoj

Check Also

দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *