মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর মহানগরীতে পৃথক দুই অভিযানে ফেনসিডিল ও বিপুল পরিমান গাঁজা-সহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত ৩টায় মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম (বারো রাস্তার মোড়) এলাকায় অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ কমেলা অরফে কণা (৬০), সে চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম উত্তরপাড়া (বারো রাস্তার মোড়), এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী, মোঃ নাসির (৩৪), সে একই থানার মুশরইল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও আব্দুল্লাহ আল মামুন (২৩), সে নরসিংদী জেলার মাধবদী থানার বেলাবো এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
অপর এক অভিযানে, সোমবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় মহানগরীর কাটাখালি থানাধীন টাংগন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃত হলো: মোঃ রজন আলী (২২), সে কাটাখালি থানাধীন টাংগন মধ্যপাড়া এলাকার মোঃ হারান শেখের ছেলে ও মোঃ দেলোয়ার হোসেন (২৩), সে চারঘাট থানার ইউসুফপুর টাওয়ার এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা ও কাটাখালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে। মঙ্গলাবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।