Monday , April 21 2025

তিন ফরম্যাটে সাকিবের অধিনায়কত্ব নিয়ে যা জানাল বিসিবি

ক্রীড়া ডেস্ক :

বিশ্বকাপের পর ইনজুরির কারণে এখন অবধি মাঠে ফেরেননি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তাকে ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরমেটেই নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। অনেকেই ধরে নিয়েছিলেন টাইগারদের ভবিষ্যত ক্যাপ্টেন হতে যাচ্ছেন শান্ত। তবে নতুন খবর হচ্ছে, অধিনায়ক হিসেবে সাকিবই থাকছেন। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, এখানে পুনর্বিবেচনার বিষয় আসে না। সাকিব এখনও আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকে দিয়েছি, তাকে বলেছি শুধু দুইটা সিরিজ, নিউজিল্যান্ড সিরিজের জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি।
তিনি আরও বলেন, সাকিবকে একটা লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেয়া হয়েছে। লম্বা সময়ের অধিনায়কত্বের মধ্যে সব ফরমেটে এখনও সে অধিনায়ক। সাকিব আসলে আমরা ধরে নিচ্ছি সাকিবই অধিনায়ক। সামনের ফরম্যাটগুলো সে অধিনায়ক থাকবে কি থাকবে না এরকম প্রশ্ন কিন্তু উঠে না। আমরা জানি সে এখনও অধিনায়ক।
এরপর বোর্ডের চাওয়া নিয়ে জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, আমরা যেহেতু তাকে অলরেডি ম্যান্ডেড দিয়েছি, আমরা চাই সে বাকিগুলো নিজে অধিনায়ক থাকুক।

About somoyer kagoj

Check Also

বিসিবিতে দুদকের সেই অভিযান নিয়ে যা বললেন ফারুক

স্পোর্টস প্রতিবেদক:নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সম্প্রতি অভিযান পরিচালনা করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *