কুষ্টিয়া অফিস :
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের কোন দলের মধ্যেই অসন্তোষ নেই। নিয়মিত বৈঠক চলছে, খুব দ্রুত আসন ভাগাভাগির বিষয়টি নিষ্পত্তি হবে। তিনি বলেন, জোটের শরিকরাও নৌকা প্রতীক নিয়েই ভোট করবেন।
সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শিল্পকলা অডিটোরিয়ামে ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনায় অংশ নেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন। এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আসগর আলী উপস্থিত ছিলেন।
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, আসন বণ্টনের বাইরেও ১৪ দলীয় জোটের প্রার্থীরা যদি তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে চান, সেটাও তারা পারবেন।
জোট প্রার্থীদের আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে কি সিদ্ধান্ত জানতে চাইলে হানিফ বলেন, ওইসব আসনে স্বতন্ত্র প্রার্থীকে আছে না আছে, সে বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি। এসময় অপর এক প্রশ্নের জাবাবে হানিফ বলেন, এ দেশে গুম খুনের রাজনীতি শুরুই করেছিলো বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে গুম খুনের রাজনীতি শুরু করেন। তারা আবার মানবাধিকার লঙ্ঘনের কথা বলে।
হানিফ বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার ঘটনা ছিল সবচেয়ে বড় মানবাধিকার লঙঘন। এই নিষ্ঠুর ঘটনার সাথেও জিয়াউর রহমান জড়িত ছিল। বিএনপির সময়কালে ২৫ থেকে ২৬ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। সেই বিএনপি নেতাদের মুখে গুম-খুন ও মানবাধিকার লঙঘনের অভিযোগ মানায় না।