Tuesday , December 3 2024

অস্ট্রেলিয়ার ‘বাজে পিচে’ হতাশ হাফিজ

স্পোর্টস ডেস্ক :

হোম সুবিধা নিতে অস্ট্রেলিয়ার পিচ তৈরির কৌশল নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ। আগামী ১৪ ডিসেম্বর পার্থে প্রথম টেস্টে ম্যাচ শুরুর আগে অনুশীলনের পর অসিদের এমন কৌশলে কিছুটা আশ্চর্যও হয়েছেন তিনি। হাফিজ বলেছেন, অস্ট্রেলিয়ার পিচগুলোর মধ্যে ‘সবচেয়ে স্লো’ পিচ এটি।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে হাফিজ বলেন, ‘সত্যি কথা বলতে, দল হিসাবে বেশিরভাগ সময়ই আমরা কৌশল ব্যবহার করে থাকি। কিন্তু ক্যানবেরার অনুশীলন ম্যাচের জন্য যে পিচ পেয়েছি, তাতে সত্যিই আমি অবাক এবং হতাশ। এটি ছিল সবচেয়ে ধীরগতির পিচ। যেখানে সফরকারী দল হিসেবে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছি। কিন্তু একটি দল হিসেবে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে খুবই খুশি। বেশিরভাগ পিচেই কৌশল ব্যবহার করা হয়েছে। আমাদের সামনে যে উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জ আসছে তার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমরা এখানে অস্ট্রেলিয়াকে হারাতে এসেছি। শুধুমাত্র প্রতিযোগিতা করতে আসিনি।’

পিচ নিয়ে অস্ট্রেলিয়ার কোচ ম্যাক ডোনাল্ড বলেন, ‘তারা প্রস্তুতিতে নিচু হওয়া পিচ (ক্যানবেরা) থেকে আসছে। তাই আশা করি, আমরা একটি বাউন্স পিচে তাদের হারাতে পারব। কোন সন্দেহ নেই, এটি আমাদের জন্য একটি সুবিধা।’

About somoyer kagoj

Check Also

সিটির ব্যর্থতার রাতে আর্সেনালের বড় জয়

স্পোর্টস ডেস্ক:শুরুতে আলো ছড়াল ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করলেন আর্লিং হালান্ড। গোলের দেখা পেলেন ইলকাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *