Thursday , January 16 2025

রেলের জমি কোটি টাকায় বিক্রি

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) :

জামালপুরের সরিষাবাড়ীতে সুপ্রিম কোর্টের রায়ের তথ্য গোপন করে সরকারী ভূমি বিক্রি করে নামজারী করার পায়তারা করছে এক ভূমিদস্য।

  উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয় ও বিভিন্ন সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী পৌর সভার শিমলা গোপিনাথ মৌজার খতিয়ান নং-৩২৬ এর দাগ নং- ১১৯৭, জমির পরিমান ১ একর এক শতাংশ। যাহা বাংলাদেশ রেলওয়ের সরকারী পুকুর ছিল। উক্ত ভূমি কামরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা গোলজার হোসেন ও তানিয়া আক্তার মোটা অংকের অর্থের বিনিময়ে সরকারী ভূমি নাম জারী করে দিয়েছেন বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের।সরকারী ভূমিটি স্থানীয় পৌর সভার কবুলী বাড়ীর তছের উদ্দিন সরকার জাল জালিয়াতির মাধ্যমে সরকারী রেলওয়ের ভূমি গ্রাস করতে ১একর ১ শতাংশ ভূমি জবর দখলে রাখেন।এক পর্যায়ে তছের উদ্দিন সরকারের ছেলে সুলতান মাহমুদ সরকারী ভূমি একটি আবাসন  কোম্পানীর লোকজনের নিকট তথ্য গোপন করে প্রায় ২কোটি টাকায় ভূমি রেজিষ্ট্রি মুলে বিক্রি করেছেন।ওই বিক্রিত ভূমি প্লট আকারে সাজিয়ে বিক্রির প্রক্রিয়া চালাচ্ছে।ওই ভূমির নামজারি-জমাখারিজ মামলা নং ৩,৮৮৭(ঢ-১)/২০২৩-২৪-এর কাগজপত্রে বি,আর,এস/ হাল ৩৯৬ নং দাগের সাবেক দাগ ৩৬১ ও ৩৬৪ উক্ত দাগের জমি নিয়ে দলিল দাতা সুলতান মাহমুদ তার পিতা তছের উদ্দিন সরকার ১৯৯৫ ইং সালের ১৪ জুন তারিখে রেলওয়ের কলিকাতার গেজেট ও এল এ ৭/ ১৯৩৯-৪০ নং কেস বাতিল করার জন্য জামালপুর সাব জর্জ ১ম-আদালতে ৩৭৪/৯৭ নং মোকাদ্দমা করলে আদালত দলিল দাতা সুলতান মাহমুদ তার পিতা তছের উদ্দিন সরকার এর পক্ষে রায় দেয়। উক্ত রায়ের বিরুদ্ধে রেলওয়ে কর্তৃপক্ষ অতিরিক্ত জেলা জর্জ আদালতে রিভিউ করলে বিজ্ঞ আদালত তছের উদ্দিন সরকারের বিরুদ্ধে রায় দেয়। উক্ত রায়ের বিরুদ্ধে ১৯৯৮ ইং তছের উদ্দিন সরকার মহামান্য হাইকোর্টে ৩৭৪/১৯৯৭ নং সিভিল রিভিশন করলে মাননীয় বিচার পতি রেলের পক্ষে রায় দেয়।উক্ত রায়ের বিরোদ্ধ ১৯৯৮ সনে তছের উদ্দিন সরকার প্রধান অন্যন্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টে রিভিউ করলে, মাননীয় বিচারপতিগন তছের উদ্দিন সরকার এর রিভিউ ডিসমিশ করিয়া দেন।যার রিভিউ নং ৮০০।ওই নামজারী জমা খারিজ টি না মঞ্জুর করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে  দাবি জানিয়েছেন।

About somoyer kagoj

Check Also

যৌথ বাহিনীর হাতে ছাত্র হত্যার মামলার আসামী বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:ঢাকার দক্ষিনখান থানার পুলিশ আজ বৃহস্পতিবার সকালে বোরহান উদ্দিন ও লুৎফর রহমান সানি নামে্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *