Tuesday , March 25 2025

রাজশাহী নগরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৭

অভিলাষ দাস তমাল, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুত্ব আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পবার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।
আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মতিউর রহমান (৪০) তার স্ত্রী সীমা (৩০) সীমার বাবা মন্টু (৬০), মন্টুর বোন রাসনা (৭০) সজিব (১৫), সজিব (৩৩), সুফিয়ান (৬) ও মাইক্রোচালক রুবেল।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল বাশার। তিনি জানান, আর রাজশাহী থেকে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে হরিপুর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়।
তিনি আরও জানান, দূর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রীরা গুরুত্বর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রামেক হাসতালে নিয়ে সেখানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About somoyer kagoj

Check Also

শিবগঞ্জ পৌরসভায় নগর বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় নগর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *