Wednesday , July 9 2025

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক :

ইরাকের রাজধানী বাগদাদে নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত ‘গ্রিন জোনে’ মার্কিন দূতাবাস ও পার্শ্ববর্তী এলাকায় রকেট হামলা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে হওয়া এ হামলায় কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা ।

গাজায় হতাহত ৬৬ হাজারের বেশি, ৪৫ শতাংশই শিশু
এদিকে মার্কিন ও ইরাকের সামরিক কমকর্তাদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, সরকারি কর্মকর্তাদের আবাসন ও কূটনৈতিক ভবনের পাশে একাধিক রকেট পড়েছে।

ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এ হামলায় ১৪টি কাতুশাহ রকেট ছোড়া হয়েছিল। মার্কিন দূতাবাসের ফটকের কাছে কয়েকটি রকেট এবং বাকিগুলো কাছাকাছি টাইগ্রিস নদীতে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাগদাদের কূটনৈতিক এলাকায় রকেট হামলা হতে দেখা যায়। সঙ্গে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছিল।

এদিকে মার্কিন দূতাবাস জানায়, বাগদাদে তাদের দূতাবাস প্রাঙ্গণে দুটি রকেট পড়েছে। এ ঘটনার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করেছে ইরাক সরকার। তবে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।

About somoyer kagoj

Check Also

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ গেছে অন্তত ৬০৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসরায়েলের হামলায় গত কয়েক দিনে অন্তত ৬০৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *