Thursday , September 12 2024

পেঁয়াজের দামে উল্লম্ফন, মাঠে নেমেছে ডিবি

নিজস্ব প্রতিবেদক :

ভারত থেকে রফতানি বন্ধের খবরে দেশে পেঁয়াজ মজুদ ও দাম বাড়িয়ে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ইতোমধ্যে একাধিক গোয়েন্দা টিম মাঠে কাজ করছে।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডে ডিবি নিজ কার্যালয়ে এসব কথা বলেন মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শনিবার দুপুর থেকে ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করেছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।

মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান আরও বলেন, ‘এই সময়ে কেউ যদি কালোবাজারি করে, পেঁয়াজ মজুদ করে, বেশি দামে বিক্রির করার পাঁয়তারা করে; তাহলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

About somoyer kagoj

Check Also

নোবেল জয়ী ড. ইউনূসের ৬ মাসের সাজা বাতিল

নিজস্ব প্রতিনিধি:শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেল জয়ী ড. ইউনূসের ৬ মাসের সাজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *