কে.এম লিমন :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পিয়াইন নদীর চা বাগান তীরে ঝুকিপূর্নভাবে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ভোরে জাফলং পিয়াইন নদীর চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধ শ্রমিকের নাম মানিক মিয়া (৫৭)। তিনি উপজেলার মধ্য লাখের পাড় এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার ভোরে জাফলং চা-বাগান সংলগ্ন নদীর পাড়ে মানিক মিয়াসহ তার সাথে থাকা আরও কয়েকজন ব্যক্তি নদীর পাড়ে পাথর উত্তোলন করছিলো। এ সময় উপর থেকে বালু ও মাটি ধ্বসে পড়লে তার সাথে থাকা আরও দুইজন পাড়ে উঠতে পারলেও মানিক মিয়া উঠতে পারেননি। এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই এমরুল কবীর ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহের প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে। শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে।