Tuesday , March 25 2025

কুষ্টিয়ায় বিএনপি’র মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি:


আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা।
রোববার (১০ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার আদালত চত্বরে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামিম উল হাসান অপুর সভপতিত্বে
মানববন্ধনে বক্তব্য রাখেন,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন,জেলখানায় আটক থাকা কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সহধর্মিনী সৈয়দা ফাহিমা রুমী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হাফিজুর ইসলাম মুনির সহ আইনজীবী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন,আওয়ামী লীগ সরকারের আমলে সব থেকে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বিএনপির রাজনীতি করায় সরকার বিরোধীদের ওপর চরম মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তারা।

এসময় বক্তারা আরও বলেন, নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির যত নেতাকর্মীকে মিথ্যা, গায়েবী ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাদেরও অবিলম্বে মুক্তির দাবি জানান তারা।

About somoyer kagoj

Check Also

প্রশাসনিক অনুমোদন পেল কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালুর প্রশাসনিক অনুমোদন দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *